সু-সময়ে মেহজাবিন

253

ক্যারিয়ারে সু-সময় পার করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। তার অভিনীত নাটকগুলো দর্শক লুফে নিচ্ছেন। দেশের টিভি নাটকের ক্ষেত্রে নির্মাতা ও দর্শকের কাছে বেশ আস্থার নাম মেহজাবিন। নায়িকা হিসেবে তাকে ঘিরেই এখন আগ্রহটা বেশি। গেল বছর মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে মেহজাবিনের ক্যারিয়ারে বাঁক ঘুরে যায়। চলতি সময়ে একক নাটক-টেলিছবিতে তিনি অন্যান্যের চেয়ে আলাদা অবস্থানে আছেন। গেল ঈদের নাটক-টেলিছবিগুলো থেকে সেটি সুস্পষ্ট। ঈদে এই অভিনেত্রী ২৩টি নাটকে অভিনয় করেন।
সংখ্যার দিক থেকে তিনি এগিয়ে নিঃসন্দেহে বলা যায়। ঈদের পরেও থেমে নেই এই গ্ল্যামারকন্যা। সম্প্রতি এই অভিনেত্রী টানা তিন দিন শুটিং করেছেন ‘তোমারই প্রেমে প্রতিদিন’ শিরোনামের একটি নাটকের। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এই নাটকে মেহজাবিন জুটি বেঁধেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে। এই অভিনেতার সঙ্গে মেহজাবিনের শুরুটা ২০১৬ সাল থেকে। সেই সময় মাহফুজ আহমেদের নির্দেশনায় ‘কখনো এসো না ফিরে’ শিরোনামের একটি টেলিছবিতে কাজ করেন তিনি। টেলিছবিটি দারুণ প্রশংসিত হয়। এদিকে, সম্প্রতি তিনি অপূর্বর বিপরীতে ‘তবুও ভালোবাসি’ শিরোনামের একটি নাটকের শুটিংও শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন মাহিদুল মাহিম। ঈদে অপূর্বর সঙ্গে মেহজাবিনের ‘যদি তুমি জানতে’, ‘কত দিন পর হলো দেখা’, ‘পাশাপাশি’ ও ‘তোমারই অপেক্ষায়’সহ বেশ কিছু নাটক দর্শকপ্রিয় হয়। মেহজাবিন তার ব্যস্ততা প্রসঙ্গে বলেন, আমি একক নাটক-টেলিছবি নিয়ে ব্যস্ত থাকি। একক নাটক-টেলিছবিতে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবাধ করি। এ ছাড়া এই সময়ে দর্শকের কাছে একক নাটকগুলো বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। যে নাটক-টেলিছবির চরিত্রটি আমার মনঃপূত না হয় সেটিতে আমি কাজ করছি না। দর্শক আমার ওপর যে আস্থা তৈরি করেছেন সেটি আমি ধরে রাখতে চাই।