সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান, গ্রুপ পর্ব খেলবে বাংলাদেশ

291

আগামী ২০২০ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আফগানিস্তান সরাসরি অংশ নিতে পারলেও পারবে না বাংলাদেশ। সরাসরি অংশ নিতে পারবে না শ্রীলঙ্কাও। কারণ, এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে সেরা আট দল খেলবে মূল পর্বে। বাকি চারটি দলকে গ্রুপ পর্ব পার হয়ে মূল পর্বে আসতে হবে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশে সেরা আটে না থাকায় বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ পর্ব। জি নিউজের খবর, অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলবে ১২ দল। এর মধ্যে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি মূল পর্বে অংশ নেবে। র‍্যাঙ্কিংয়ে থাকা সেরা দশের বাকি দুই দলকে খেলতে হবে গ্রুপ পর্ব। এই গ্রুপ পর্বে খেলবে মোট ৮ দল। বাকি ৬টি দল আসবে ২০১৯ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কোয়ালিফায়ার থেকে। বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল হলো পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। এছাড়া নয় নম্বরে শ্রীলঙ্কা ও ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। সেই হিসেবে আফগানিস্তান মূল পর্বে সরাসরি অংশ নিতে পারলেও পারবে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও বাংলাদেশ।