সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

95

আগামী ১৪’অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে গত ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন সহ ১৯ প্রার্থীর মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র আজ বাছাইয়ে বৈধ হয়েছে। অপর ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান। বাতিল হওয়া প্রার্থীরা হলেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম (পৌর বিএনপি যুগ্ম সম্পাদক) ও শাহ নেওয়াজ কবির (যুবলীগ নেতা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলশাদ তোহমিনা বেগম। এরা আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট আপীল করার সুযোগ পাবেন। আজ বেলা ১১টা থেকে জেলা নির্বাচন অফিসে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন দলীয় প্রতীক বিহীন স্বতন্ত্র হওয়ায় নিয়মানুযায়ী প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী এলাকার আড়াইশ ভোটারের সমর্থনসূচক সাক্ষরসহ মনোনয়নপত্র জমাদানের বিধান রয়েছে। বাতিল হওয়া ৩ প্রার্থীর সকলেই সমর্থনসূচক সাক্ষর জটিলতায় বাছাইয়ে বাদ পড়েছেন বলে নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা। বৈধ প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২’সেপ্টেম্বর রবিবার। ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় প্রতীক বরাদ্দ করা হবে। ওই দিন থেকেই প্রচার প্রচারণা শুরু করা যাবে। ব্যালটে ভোটগ্রহণ করা হবে আগামী ১৪ অক্টোবর সোমবার।