চাঁপাইনবাবগঞ্জে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

125

চাঁপাইনবাবগঞ্জ জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হাওলাদার (সরকারের সচিব)। জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড.চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মঞ্জুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক আবুল কালামসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ। সভায় প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে নদী ও নদীর পাড় অবৈধ দখলমুক্ত রাখতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সভায় জানানো হয় জেলার চারটি নদী পদ্মা, মহানন্দা, পাগলা ও পূণর্ভবা দখলকারীদের একটি তালিকা করা হয়েছে।
সভায় বক্তরা শুষ্ক মৌসুমে নদীতে পানি ধরে রাখা, নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করা ও নদীগুলোকে দূষণমুক্ত রাখতে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করেন। এ জন্য আলোচনায় সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব দেয়া হয়।