সদর উপজেলার বারঘরিয়ায় ট্রাকের ধাক্কায় ২ শিক্ষার্থীর মৃত্যু

74

সদর উপজেলার বারঘরিয়ায় ট্রাক চাপায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকটিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নিহত মিনারুল শহরের মিলকি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। অপরদিকে মোস্তাফিজুর শহরের আরামবাগ এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ও সোনামসজিদ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট রেজাউল করিম সেলিমের ছেলে। তাদের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর ভাবরাসুর এলাকায়। বিগত ২০ বছর যাবৎ তারা চাঁপাইনবাবগঞ্জে রয়েছেন বলে জানান নিহতের পিতা সেলিম। নিহতরা দু’জনই চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনিষ্টিটিউটের মেকাটনিক্স বিভাগের ৪র্থ পর্বের শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ প্রকৌশলী হুমায়ন কবীর খান। তিনি জানন, আগামী ২২’ফেব্রুয়ারী থেকে তাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ব্যবহারিক সমাপনী পরীক্ষা ছিল। এদিকে দুই ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাওয়া সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে ঘাতক চালককে অবিলম্বে আটক, ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। বিকেলে ঘন্টারও বেশী সময়ব্যাপী অবরোধে ব্যস্ত সড়কের উভয় পার্শ্বে শতশত গাড়ি আটকা পড়ে। পরে কলেজের শিক্ষক, উর্ধত্তণ পুলিশ কর্মকর্তা ও ছাত্র নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পলাতক রয়েছেন। মরদেহ দু’টি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালককে আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিণ বলেও জানান ওসি।