আমার মতো একা কেউ নেই মনে হচ্ছিল

61

বিশ্বের সকল বোলারদের সামনে মূর্তিমান দুঃস্বপ্নের নাম বিরাট কোহলি। কিন্তু একসময় তিনি নিজেই তার ক্যারিয়ার নিয়ে দুঃস্বপ্নে ভূগতেন। তার জীবনে এমন একটা বিদেশ সফর এসেছিল, যা প্রায় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল ভারত অধিনায়কের কাছে। সেটা ছিল ২০১৪ সালের ইংল্যান্ড সফর। যেখানে পাঁচ টেস্টে মাত্র ১৩৪ রান করেছিলেন কোহলি। গড় ছিল ১৩.৪০। ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাসের পডকাস্টে সেই অভিশপ্ত সফরের কথা বলেছেন কোহলি।

ভারত অধিনায়কের ভাষায়, ‘মনে হচ্ছিল সারা বিশ্বে আমার মতো একা আর কেউ নেই। প্রত্যেকটা দিন আমি আরও বেশি করে তলিয়ে যাচ্ছিলাম। মানসিক অবসাদ পেয়ে বসেছিল। আমার মনে হয়, সব ব্যাটসম্যানের জীবনে এমন একটা সময় আসে, যখন মনে হয় কিছুই আর নিয়ন্ত্রণে নেই। আমি বুঝে উঠতে পারছিলাম না কীভাবে ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারব।’

সেই দুঃসহ অভিজ্ঞতা নিয়ে কোহলি আরও বলেন, ‘ওই সময় কিছুই ঠিকঠাক করতে পারছিলাম না। মনে হচ্ছিল, সারা দুনিয়ায় আমার মতো একা কেউ নেই। প্রতিদিন পিছিয়ে পড়ছি। আমার মনে হয়, এমন এক জনকে দরকার ছিল, যার কাছে গিয়ে আমি বলতে পারব, এই কাজটা ঠিক করে করতে পারছি না। কীভাবে করব, উপায়টা বলে দিন।’

কোহলি অবশ্য রাস্তা ঠিকই খুঁজে পেয়েছিলেন। পরের অস্ট্রেলিয়া সফরেই ৪টি সেঞ্চুরিসহ ৬৯২ রান করেছিলেন। সেখানে শচীন টেন্ডুলকারের পরামর্শ তার অনেক কাজে লেগেছিল। তবে মানসিক অবসাদ যে ভয়ঙ্কর একটা সমস্যা তা মেনে নিয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান এবং, তিনি চান বিশেষজ্ঞের সাহায্যে এই সমস্যা দূর করা হোক। সেই সফরের পর থেকে জল অনেক গড়িয়েছে। কোহলি নিজে এখন বোলারদের অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছেন। বর্তমানে সেরা ফর্মে না থাকলেও কোহলির মাঠে নামা মানে রান বন্যা।