শ্রীলঙ্কাকে অলআউট করার পর অস্বস্তিতে পাকিস্তানও

131

শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম টেস্টের প্রথম দিনে ১২ উইকেটের পতন ঘটেছে। আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করে পাকিস্তান। তবে স্বস্তিতে নেই পাকিস্তানও। তারা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলে দিন শেষ করেছে।

দলীয় ১২ রানে ইমাম-উল-হক (২) ও ২১ রানে আব্দুল্লাহ শফিক (১৩) আউট হয়েছেন। ক্রিজে আছেন আজহার আলী (৩) ও বাবর আজম (১)। তারা দুজন আগামীকাল সকালে ব্যাট করতে নামবেন। পাকিস্তানের দুটি উইকেটের ১টি নিয়েছেন কাসুন রাজিথা। অন্যটি নিয়েছেন প্রভাত জয়সুরিয়া।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬৬.১ ওভারে ২২২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অবশ্য এই রান আরও কম হতে পারতো। ৫৪.৫ ওভারের মাথায় দলীয় ১৭৭ রানে নবম উইকেট হারায় লঙ্কানরা। এরপর টেল এন্ডার মাহিশ থিকশানা ও কাসুন রাজিথা ১১ ওভার ৪ বল ব্যাট করে ৪৫ রান যোগ করেন দলীয় সংগ্রহে। তাতে তাদের সংগ্রহ ১৭৭ থেকে হয়ে যায় ২২২।

শাহীন আফ্রিদির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন থিকশানা। তিনি ৪টি চার ও ১ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। আর রাজিথা অপরাজিত থাকেন ১২ রানে।

থিকশানার আগে দিনেশ চান্দিমাল সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন ১০টি চার ও ১ ছক্কায়। আর উদ্বোধনী ব্যাটসনম্যান অসাদা ফার্নান্দো ৫ চারে করেন ৩৫ রান। এছাড়া কুশাল মেন্ডিস ২১ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৪ রান করেন। বল হাতে পাকিস্তানের শাহীন আফ্রিদি ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন হাসান আলী ও ইয়াসির শাহ।