শিবগঞ্জ সীমান্তে ১৬ লক্ষ টাকার মাদক জব্দ

118

শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির পৃথক ৬টি অভিযানে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ৭১৫ গ্রাম হেরোইন ও ৪৬৯ বোতল ফেনসিডিল জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। আজ ও গতকাল অভিযানগুলো চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, আজ সকালে চকপাড়া সীমান্তে নলডুবি এলাকা থেকে ১৫৫ গ্রাম হেরোইন জব্দ হয়। এর আগে সকাল ৭টার দিকে তেলকুপি সীমান্তে লম্বাগ্রাম এলাকা থেকে ২ বোতল ফেনসিডিল জব্দ হয়। গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে শিয়ালমারা সীমান্তে ফতেপুর মাঠ এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। প্রায় একই সময় কামালপুর সীমান্তের খাসপাড়া এলাকা থেকে ৩৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এর আগে গতকাল রাত ১১টার দিকে সোনামসজিদ সীমান্তে আবদুল্লাহপাড়া আমবাগান থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ হয়। এর আগে রাত ১০টার দিকে সোনামসজিদ সীমান্তে বাটলপাড়া আমবাগান থেকে উদ্ধার হয় ৫১০ গ্রাম হেরোইন। মাদক উদ্ধারের এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক।