শিবগঞ্জে ২ চেয়ারম্যান সহ ৬ জনের মনোনয়ন বাতিল

117

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল পরবর্তী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে ২ চেয়ারম্যান প্রার্থী ও ৪ জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন স্ব-স্ব নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা। গতকাল দিনব্যাপী শিবগঞ্জের ১৪টি ইউনিয়নের নির্বাচনী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও চককীর্ত্তি-ধাইনগর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান। তিনি জানান, চককীর্ত্তি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাদিকুল ইসলাম কাচুর মনোনয়নপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রের সাথে গুরুত্বপূর্ণ তথ্য সঠিক না থাকা এবং রিটার্নিং কর্মকর্তার সাথে অসাদাচরণ-আচরণবিধি লঙ্ঘন করার জন্য তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া শ্যামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী নবাব মোহাম্মদ শামসুল হোদার মনোনয়নপত্রে যে সব সংযুক্ত কাগজপত্র দেয়ার কথা ছিলো, কিন্তু তিনি কোন কাগজ না দেয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয় এবং এই ইউনিয়নে ২জন সাধারণ সদস্য প্রার্থীর বয়স পূর্ণ না হওয়ার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে, শাহবাজপুর ইউনিয়নে সাধারণ সদস্য প্রার্থীর বয়স পূর্ণ না হওয়ার কারণে ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলেও জানান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এদিকে, নয়ালাভাঙা ইউনিয়নে সাদিকুল ইসলাম নামে এক সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই প্রার্থীর ভোটার তালিকায় নাম না থাকার কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।