শিবগঞ্জে ৭৪৬ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ ২ জন আটক

292

শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৭৪৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, ২৭০ বস্তা চাল, ট্রাকসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো নাটোর জেলার বড়াইগ্রাম বনপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে চালক আলাল হোসেন ও ইব্রাহিমপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে হেলপার আলমগীর। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃতে গতকাল রাত ২টার দিকে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ট্রাক তল্লাশী করে ট্রাকের কেবিনের ভিতর ৪টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৭৪৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, একইসাথে ট্রাকটিকে ২৭০ বস্তা চালসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জব্দকৃত ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। এঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।