শিবগঞ্জে স্বাস্থ্য সম্মত রাসায়নিক মুক্ত আম উৎপাদনে ২দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

223

শিবগঞ্জে আম চাষিদের নিয়ে কৃষি বিভাগের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নিরাপদ, স্বাস্থ্য সম্মত এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম উৎপাদনে আমচাষি ও বাগান মালিকেরা এ প্রশিক্ষণে অংশ নেয়। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলায় এখন মুকুলের সমারোহ। আমকে ঘিরে চলছে এখন নানা তৎপরতার চলার পাশাপাশি চলছে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চাঁপাইনবাগঞ্জের তিনটি উপজেলায় শুরু হয়েছে নিরাপদ, স্বাস্থ্য সম্মত এবং ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম উৎপাদনের কলাকৌশল বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ৬ দিন ব্যাপী আমচাষি বাগান মালিক ও সংশ্লিস্টদের নিয়ে প্রশিক্ষণ। এরই অংশ হিসেবে তৃতীয় দিনের মতো শিবগঞ্জে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হুদার সভাপতিত্বে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ডক্টর মিয়া সাঈদ হাসান,ডক্টর শেখ মোঃ বখতিয়ার চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক ডক্টর মোঃ হামিম রেজা, বৈজ্ঞানিক ডক্টর মোঃ শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম,নশিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান ও সুলতান আহম্মেদসহ অন্যরা।