শিবগঞ্জে স্কুল ও রাস্তার পাশে একযোগে লাগানো হল ২লক্ষ তালের বীজ

539

‘বেশী বেশী তাল গাছ লাগান, বজ্রপাতে প্রাণহানি কমান’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে ২ লাখ তাল গাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দূলর্ভপুর ইউনিয়নের বাররশিয়া স্কুলের রাস্তার ধারে তাল গাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো: মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজুসহ অন্যরা। উদ্বোধনী শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আহ্বানে বজ্রপাত থেকে রক্ষা পেতে এ উপজেলা একযোগে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুই লাখ তাল গাছের চারা রোপণ করা হয়। বজ্রপাতে প্রাণহানি থেকে রক্ষা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তাল গাছের চারার গুরুত্ব অপরিসীম। এছাড়া তাল গাছ দীর্ঘ ১০০ বছর জীবিত থেকে মানুষের উপকার করে। একই ভাবে রাধাকান্তপুর ফাযিল মাদরাসা, শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজ, শিবগঞ্জ ফাযিল মাদরাসা, ধোবড়া আনক উচ্চ বিদ্যালয় ও শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র ছাত্রী শতস্ফুর্তভাবে রাস্তার ধারে তালগাছের বীজ রোপন করে।