শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে নতুন পোশাক বিতরণ

227

শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে নিবাসী শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে আজ সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকায় অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে নিবাসী শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। এসময় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- এ শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের কারো বাবা নেই, কারো মা নেই। কিন্তু আপনারা যারা এখানে দায়িত্ব রয়েছেন তারাই শিশুদের অভিভাবক। সেটাকে লক্ষ্য রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিশুদের দেখভাল করার দায়িত্ব আপনাদের। এটা একটা গুরু দায়িত্ব। মহান একটি কাজ। ইচ্ছে করলেই একজন পরিপুর্ণ মা কিংবা বাবার দায়িত্ব পালন করতে পারবেন বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন- কাজের ফাঁকে সময় পেলেই আমি শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে শিশুদের সাথে সময় কাটাবো। এই শিশুদের মানুষের মত গড়ে তুলতে সবোর্চ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।