শিবগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা

367

শিবগঞ্জে নেশা নয় স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা জীবনকে ভাল বাসুন মাদক থেকে দূরে থাকুন এই বক্তব্য সামনে রেখে রানীবাড়ি চাঁদপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় সময় বিদ্যালয়ে মিলনায়তনের প্রধান শিক্ষক শ্রী রতন চন্দ্র ঘোষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন। বক্তব্য দেন রানীবাড়ি চাঁদপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক শাহারিয়ার শাহাদাৎ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষিকা কানিজ ফাতেমা, দশম শ্রেনী ছাত্র নুরুল ইসলাম, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাথী বৃন্দ।  এছাড়াও চকর্কীতি স্কুল এন্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের মিলনায়তনে অধ্যক্ষ মোঃ রবিউল আলম সভাপতিত্বে প্রধান অথিতী হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী পরিচালক আলমগীর হোসেন। বক্তব্য দেন চকর্কীতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখাইরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি রৈসুদ্দিন মন্ডল, শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্মরত ননী বাবু, ছাত্র আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক বদিরুল ইসলাম, সংবাদিক শাহারিয়া শাহাদাৎ, জুলকার নাইন প্রমুখ।