চাঁপাইনবাবগঞ্জে আন্ত:ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা

307

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফায়ারিং রেঞ্জে রিজিয়ন পর্যায়ে
আন্ত:ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রংপুর রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করে।  এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন ও ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তি পর্যায়ে প্রবীণদের মধ্যে শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন ৫৯ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মো. মমিনুল ইসলাম এবং নবীনদের মধ্যে ৪২ ব্যাটালিয়নের সিপাহী মো. নূরুল গনি।  এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মো, ফুয়াদ। এ সময় উপস্থিত ছিলেন, ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ আলী, ৯ ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার, ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল খিজির খান, ১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর  আসিফ বুলবুলসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ। সীমান্তে অস্ত্র ও মাদকসহ সকল প্রকার চোরাচালান বন্ধে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়।