শিবগঞ্জে প্রণোদনার সার-বীজ পেলেন ৭ হাজার কৃষক

89

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট ও উফশী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৭ হাজার ৫৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৩০০ জন পাটচাষি ও ৭ হাজার ২৫০ জন আউশ ধানচাষির হাতে প্রধান অতিথি হিসেবে এসব সার ও বীজ তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনুসহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসাররা। সূচনা বক্তব্য দেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম।
প্রত্যেক কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার দেয়া হয়।