শিবগঞ্জে পৌনে দুই লাখ ভারতীয় জাল রুপিসহ আটক ১

81

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৌনে দুই লাখ ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। রবিবার দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জাল রুপিগুলোসহ একজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মালেক (৩৭)। এক সংবাদ  বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে আজ রবিবার দুপুর দেড়টায় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭৩ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ১ লাখ ৭৫ হাজার ভারতীয় রুপিসহ আব্দুল মালেককে আটক করা হয়।