শিবগঞ্জে দুই বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

56

শিবগঞ্জ উপজেলার মনাকাষা ইউনিয়নের চৌকা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১টার দিকে চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খড়িয়াল গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে গতকাল বিকেল ৩টার দিকে মারা যান তিনি। এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে চাকলা মাদ্রাসা মাঠে বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চাকলা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান, শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।