শিবগঞ্জে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

144

১০৯৮ নম্বরে টোল ফ্রি কলে ফোন দিলে মিলবে শিশু সুরক্ষা। শিশুর সহায়তা বা সুরক্ষার জন্য ২৪ ঘন্টা চালু নম্বর ১০৯৮। যেখানেই শিশুরা অধিকার থেকে বঞ্চিত, সেখানেই ১০৯৮। আজ শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক উম্মে কুলসুম, শিবগঞ্জ পৌরমেয়র কারিবুল হক রাজিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মুনির আফতাবী ও শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা। সভায় চাইল্ড হেল্প লাইন ১০৯৮ শীর্ষক সচেতনতা বৃদ্ধি বিষয়ে আলোচনা ও তাৎক্ষণিকভাবে ১০৯৮ হেল্পলাইনে ফোন করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করণ বিষয়ে মতামত প্রদান ও শিবগঞ্জ উপজেলা মোবাইল টিম গঠন করা হয়। চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্প ফেইজ-২ এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের সহযোগিতায় চাইল্ড হেল্প লাইন ১০৯৮ শীর্ষক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান জেলায় ১ বছরে ১ হাজার ৬৩ টি ১০৯৮ নম্বরে এবং শিবগঞ্জ উপজেলায় ৩৭৩ টি কল যাওয়ায় অনেক শিশু সুরক্ষা পেয়েছে। তিনি আরো জানান সহিঙসতা বা নির্যাতন প্রতিরোধ, পাচার, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও শিশু বিবাহ বন্ধ, আইনি সেবা পেতে সহায়তা, ফোনের মাধ্যমে কাউন্সিলিং সেবা প্রদান, নিরাপদ ইন্টারনেট ব্যবহারসহ সামাজিক সুরক্ষা সেবা পেতে ১০৯৮ নম্বরে ফোন করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করলে উপকারভোগীর সংখ্যা বাড়বে এবং অনেক বিষয় সুরক্ষিত হবে।