শিবগঞ্জে ইটভাটা অপসারণের দাবিতে এলাকাবাসীর কর্মসূচিতে হামলায় আহত- ২, আটক-১

262

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে ইটভাটার কারণে পরিবেশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফসলাদি জমি, আম বাগান ও রাস্তাঘাটসহ বিভিন্নমূখী ক্ষতি হওয়ায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ইটভাটা কার্যক্রম বন্ধকরণ ও স্থানান্তরের নির্দেষ দিলেও ভাটা কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করায় পূণরায় ইটভাটা অপসারণের দাবীতে এলাকাবাসীর শান্তিপূর্ণ বিক্ষোভকালে ভাটা মালিকদের লোকজনের সাথে সংঘর্ষে গুরত্বর ২ জনসহ আরও কয়েকজন আহত হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামে অবস্থিত ৪টি ইটভাটা যথা- মেসার্স সেভেন স্টার, মেসার্স সাথী, মেসার্স সনি- ব্রিকস, মেসার্স সনি ব্রিকস-২ এর কারণে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান, শতাধিক একর জমির আম বাগান, শতাধিক একর ফসলি জমি ও কয়েক কিঃমিঃ পাঁকা রাস্তা ক্ষতিগ্রস্থ হওয়ার প্রতিবাদে শুক্রবার সকালে শ্যামপুর ও শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করে। এসময় সেভেন স্টার ভাটার মালিক ও শিবগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু তালেবের নির্দেশে তার লোকজন বিক্ষোব মিছিলে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বিক্ষোবকারীদের মধ্যে কয়লার দিয়াড় গ্রামের আব্দুল মকিমের ছেলে শহিদুল ইসলাম(৩০) ও উপর কয়লা গ্রামের হাজি ফজিবুল হকের ছেলে আব্দুল মান্নান(৫০)সহ আরও কয়েকজন আহত হয়। গুরত্বর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. জেনারল হক। উল্লেখ্য যে, গত বছর এ ৪টি ইটভাটা স্থানান্তরের দাবীতে শ্যামপুর ও শাহবাজপুর ইউনিয়নের প্রায় ৫হাজার লোকের স্বাক্ষরিত বন ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালকের বরারর আবেদন করার প্রেক্ষিতে কয়েকবার তদন্তপূর্বক ইটভাটার কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু অধ্যবদি ভাটা কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ না করায় এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল করেন। এব্যাপরে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে একজনকে থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেন।