শিবগঞ্জের পাগলায় পোনামাছ অবমুক্ত

98

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর এলাকায় পাগলা নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় আজ বুধবার দুপুরে পোনামাছ অবমুক্ত করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ মৎস্য উৎপাদন বৃদ্ধির অন্যতম কার্যকর পদ্ধতি বিধায় মৎস্য অধিদপ্তর প্রতিবছর প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে থাকে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৫টি জলাশয়ে ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে কাতলা, রুই, মৃগেল মাছের পোনা।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, জেলা মৎস্য অফিসার ড. আমিমুল এহ্সান, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ অন্যরা।