শব-ই-বরাত উপলক্ষে ১দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি

91

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী চলাচল চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার নূর-উদ্দিন মিলন। তিনি জানান, পবিত্র শব-ই-বরাত উপলক্ষে আগামীকাল সোনামসজিদ বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ-মহদীপুর পথে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী চলাচল চালু থাকবে। আগামী মঙ্গলবার সকাল থেকে পুনরায় সোনামসজিদ বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।