ভোলাহাটে একুশে পদক প্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা প্রদান

68

‘বেচি দই, কিনি বই’ স্লোগানের প্রবক্তা সাদা মনের মানুষ একুশে পদক প্রাপ্ত জিয়াউল হকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করেছে ভোলাহাট উপজেলার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ। এময় জিয়াউল হককে মানপত্র ও সম্মাননা ক্রস্ট প্রদান করা হয়। আজ সকালে নিজ স্ত্রীকে সাথে নিয়ে সম্মাননা গ্রহন করেন জিয়াউল হক। এসময় প্রতিষ্ঠানটির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু মিয়া, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, অধ্যক্ষ আসগর আলী, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আফসার হোসেনসহ অন্যরা।
এসময় জিয়াউল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে আমি দুটো দাবীর কথা জানিয়ে ছিলাম। সাথে সাথে তিনি অনুমোদন করেছেন। একটি মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ জাতীয়করণ অপরটি আমার জিয়াউল হক পাঠাগার ভবন তৈরি। তিনি বলেন, এবার ভোলাহাট হতে রহনপুর যাবার ২২ কি:মি: রাস্তা প্রসস্থ্য করা এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিলভাতিয়াকে কৃষি ইপিজেড করার দাবী জানাবো বলেও জানান তিনি।