শততম ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি ওয়ার্নারের

282

ম্যাচের আগেই বলেছিলেন, শততম ওয়ানডে স্মরণীয় করে রাখতে চান। যেমন কথা, তেমন কাজ। মাইলফলকে পৌঁছানোর ম্যাচে ডেভিড ওয়ার্নার করলেন দারুণ এক সেঞ্চুরি। শততম ওয়ানডেতে সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান! ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে বেঙ্গালুরুতে ১১৯ বলে ১২৪ রান করেছেন ওয়ার্নার। এটি তার ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। অ্যারন ফিঞ্চকে (৯৪) নিয়ে উদ্বোধনী জুটিতেই ওয়ার্নার গড়েন ২৩১ রানের জুটি। এই দুজনের বিদায়ে রানের গতি একটু কমে গেলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তুলেছে ৩৩৪ রান। শততম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ। ১৯৮৮ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় করেছিলেন অপরাজিত ১০২। এরপর মাইলফলক ম্যাচ সেঞ্চুরিতে রাঙিয়েছেন ক্রিস কেয়ার্নস, মোহাম্মদ ইউসুফ, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, মার্কাস ট্রেসকোথিক ও রামনরেশ সারওয়ান। তালিকায় অষ্টম ওয়ার্নার। শততম ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গেইলের। ২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১৩২।