রেকর্ড বইয়ে ইয়াসির

293

একটু জোরের ওপর করা ফুল লেংথ বল। মাত্রই উইকেটে যাওয়া লাহিরু থিরিমান্নে চাইলেন স্লগ করতে। ব্যাটে-বলে হলো না। এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিতে খুব একটা ভাবতে হলো না আম্পায়ারকে। বোলার ইয়াসির শাহ ঢুকে গেলেন রেকর্ড বইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে আবু ধাবি টেস্টের প্রথম দিনেই ইয়াসির ছুঁলেন মাইলফলক। ওই উইকেটেই পূর্ণ হলো তার দেড়শ উইকেট। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দেড়শ! ২৭ টেস্টে এই মাইলফলক ছুঁলেন পাকিস্তানি লেগ স্পিনার। তার চেয়ে কম টেস্টে দেড়শ ছুঁতে পেরেছেন কেবল সিডনি বার্নস। যে রেকর্ড তার কাছে আছে ১০৪ বছর ধরে। দেড়শ ছুঁতে সাবেক ইংলিশ পেসারের লেগেছিল ২৪ টেস্ট। রেকর্ডটি গড়েছিলেন ১৯১৩ সালে। দুইয়ে অবশ্য ইয়াসির একাই নন। দেড়শ ছুঁতে ২৭ টেস্ট লেগেছিল ওয়াকার ইউনিসেরও। ইয়াসির তাকে স্পর্শ করার সময় ধারাভাষ্য কক্ষেই ছিলেন ওয়াকার।
এই দুজনের পরে আছেন ক্ল্যারি গ্রিমেট। কিংবদন্তি লেগ স্পিনারের লেগেছিল ২৮ টেস্ট। ২৯ টেস্টে দেড়শর ঠিকানায় পৌঁছেছেন ৫ জন-দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার হিউ টেফিল্ড, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, পাকিস্তানের সাঈদ আজমল ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন।