লিবীয় উপকূল থেকে উদ্ধার ৩০০ অভিবাসী

76

লিবীয় উপকূল থেকে প্রায় ৩০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। উদ্ধার করা সব অভিবাসীকে ছেড়ে দেয়া হয়েছে।

গতকাল ইউএনএইচসিআর লিবিয়া এক টুইটার বার্তায় জানায়, লিবীয় কোস্টগার্ড প্রায় ৩০০ ব্যক্তিকে ত্রিপোলিতে ফিরিয়ে এনেছে।

এতে বলা হয়, ইউএনএইচসিআর ও আইসিআর (আন্তর্জাতিক উদ্ধার কমিটি) অবরোহ পয়েন্টে রয়েছে এবং তারা প্রাণে বেঁচে যাওয়া সবাইকে চিকিৎসা সহযোগিতা, বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও মানবিক সামগ্রী প্রদান করে।