পর্তুগালে ফিরছেন রোনালদো

76

নেশন্স লিগে ফ্রান্স ও ক্রোয়েশিয়া এবং এন্ডোররা বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য গঠিত পর্তুগাল স্কোয়াডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১৩ অক্টোবর পর্তুগাল শিবিরে অবস্থানকালে করোনা টেস্টে পজিটিভ হন জুভেন্তাস তারকা। যে কারণে সুইডেনের বিপক্ষে জাতীয় দলের হয়ে অংশ নিতে পারেননি তিনি।

আক্রান্ত হওয়ার ১৯দিন পর করোনা নেগেটিভ হন ৩৫ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার রোনালদো। এরপর সিরি-আ লিগে জুভেন্তাসের হয়ে রবিবার মাঠে নেমে স্পিজিয়ার বিপক্ষে জোড়া গোল করেন। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগেও জুভেন্তাসের হয়ে মাঠে নেমেছিলেন সিআর সেভেন। ফেরেঞ্চভারোসের বিপক্ষে ওই ম্যাচে ৪-১ গোলে জয়লাভ করে ইতালিয় চ্যাম্পিয়নরা।

নেশন্স লিগের এ গ্রুপের ম্যাচে অংশগ্রহনের আগে আগামী বুধবার অ্যান্ডোরার মোকাবেলা করবে পর্তুগাল। পরে ১৪ নভেম্বর ইউরো মঞ্চে ফ্রান্সের বিপক্ষে হোম ম্যাচে লড়াইয়ের তিন দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে অংশ নিবে পর্তুগাল।