লিবিয়ায় গণকবরে মিলল ৬৫ লাশ

74

শুক্রবার একটি বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, কী পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে এবং তারা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। দক্ষিণ-পশ্চিম লিবিয়ার একটি গণকবরে অন্তত ৬৫ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে। গণকবরটি পাওয়া গেছে দক্ষিণ-পশ্চিম লিবিয়ায়। এ গণকবর আবিষ্কারের ঘটনায় অন্তত বিস্মিত জানিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, লিবিয়া বিষয়টি তদন্ত করে দেখছে। তবে ধারণা করা হচ্ছে, মরুভূমির মধ্য দিয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাচার হওয়ার সময় তারা মারা যায়। সংস্থাটি লিবিয়া কর্তৃপক্ষকে লাশ উদ্ধার করা, পরিচয় বের করা এবং দেহাবশেষ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘নিখোঁজ অভিবাসী বা তাদের প্রাণহানির প্রতিটি প্রতিবেদন শোকার্ত পরিবারকে তাদের প্রিয়জনদের সম্পর্কে উত্তর খুঁজে দেয় বা ট্র্যাজেডি সম্পর্কে জানান দেয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ত্রিপোলি থেকে প্রায় ৪২১ কিলোমিটার (২৬২ মাইল) দক্ষিণে আল-শুওয়াইরফ শহরের আল-জাহরিয়া উপত্যকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। বিভাগটি জানিয়েছে, ডিএনএ নমুনা নেওয়ার পরে ঘেরিয়ান শহরে আপিল চেম্বারের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে সব মৃতদেহগুলো একটি কবরস্থানে দাফন করা হয়েছে। আইওএম এর আগে এ মাসের শুরুর দিকে বলেছিল, এক দশক আগে শরণার্থী নিহতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ২০২৩ সালেই সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন রুটে যাত্রাপথে অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে অন্তত আট হাজার ৫৬৫ জন।