র‌্যালী, আলোচনার মধ্য দিয়ে জেলায় যুব দিবস পালিত

208

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং কারিগরী প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ ইত্যাদি কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচীর আয়োজন করে।

দিবসের র‌্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে যুব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলমসহ যুব কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ও মুজিব বর্ষে যুব সমাজকে উন্নয়নমূলক কর্মকান্ডে সামিল করতে হবে। তারা মাদক, জঙ্গিবাদকে ঘৃণা করে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ,২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি,সর্বোপরি ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে যুবকদের এগিয়ে আসার আহব্বান জানান।

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ভোলাহাটেও র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান ও হুসনে আরা পাখি, ভোলাহাট থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলমসহ অন্যরা। স্বাগত বক্তব্যসহ ভোলাহাট উপজেলা যুব কর্মকতা কামরুজ্জামানের উপস্থাপনায় বক্তারা বলেন, একমাত্র দক্ষ যুকরাই পারে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে। যুবদের কর্মসংস্থান সৃষ্টি করতে বাংলাদেশ সরকার সবসময় কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে যুব উন্নয়নে ঋণের চেক বিতরণ করেন।

 এদিকে, শিবগঞ্জেও জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ উপজেলার বিভিন্ন যুব সুবিধাভোগীরা।

নাচোলেও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সনপত্র বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২, আসনের সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, পৌর মেয়র আব্দুর রশিদ খানসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান। শেষে প্রধান অতিথি ১০ জন প্রশিক্ষিত যুবকের হাতে সনদপত্র তুলে দেন।

দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অরুণ কুমার পাল, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ ও সাংবাদিক আতিকুল ইসলাম।