রোভিং পদ্ধতি অনুসরণ করলে আবহাওয়ার পূর্বাভাস পাবেন কৃষকরা

308

রোভিং পদ্ধতি অনুসরণ করলে আবহাওয়ার পূর্বাভাস পাবেন কৃষকরা। এ পদ্ধতি অনুসরণ করে কৃষি বাতায়নসহ কৃষি বিভাগের অন্যান্য অ্যাপস ব্যবহারের মাধ্যমে কৃষকরা জানতে পারবেন কখন কীভাবে চাষাবাদ করতে হবে, কীভাবে জমি তৈরি করতে হবে, কখন সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে। এককথায় এ পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ করলে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় “রোভিং” সেমিনারে এমন তথ্য উঠে আসে।
উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলী খাতুনসহ কিষাণ-কিষাণীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান।
সচেতনতামূলক এ সেমিনারে বক্তারা কৃষকরা প্রাকৃতিক পরিবেশ বুঝে ফসল ফলানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত যাবতীয় কাজ যাতে সম্পাদন করতে পারেন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।