রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের মাঝে রেডিও বিতরণ

338

পীস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের মাঝে রেডিও বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে ১৫টি শ্রোতাক্লাবকে রেডিও প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। এসময় শ্রোতাদের উদ্দেশ্যে তিনি বলেন, পীস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় শ্রোতাক্লাবের সদস্য হিসেবে আপনাদের রেডিওগুলো দেয়া হচ্ছে। রেডিওগুলো নিয়ে গিয়ে আপনারা অন্য সদস্যদের সাথে নিয়ে রেডিওর বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। আর এই প্রকল্পের যে শান্তির বার্তা অনুষ্ঠান রয়েছে সেটি শুনে মতামত, ভাললাগা, মন্দলাগাগুলো আমাদের জানাবেন। একটি উপহার পেলেন তা যতেœ রাখবেন পাশাপাশি রেডিওর অন্যান্য অনুষ্ঠানগুলো শুনবেন। শান্তি-সম্প্রীতি- সৌহার্দপূর্ণ সমাজ গঠনে ভুমিকা রাখবেন। পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এমনকি আপনার পাড়ার মোড়ের শৃঙ্খলাটাও বজায় রাখবেন। কারণ, আপনি অন্যদের থেকে আলাদা। শ্রোতাক্লাবের সদস্য হিসেবে যুক্ত হয়ে  সমাজ পরিবর্তনে নিজেকে তুলে ধরবেন। পীস প্রকল্পের রেডিও ফোকাল ও রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল বলেন, এই রেডিওগুলো দেয়ার পেছনে একটি উদ্দেশ্য আছে। তা হলো, আপনার আশপাশের সকলকে নিয়ে একটি শান্তি-সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠা করা। আমরা পীস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় রেডিও দেয়ার পাশাপাশি আপনাদের ক্লাবগুলোতে প্রতি ২ মাস বা ৩ মাস পর একটি মিটিং করব। যেখানে যৌথ পরিবার, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ, পারস্পারিক সম্প্রীতি নিয়ে কিছু আলোচনা করা হবে। আর আপনাদের কাছে একটি রেজিষ্টার থাকবে যেখানে আপনাদের নাম, ঠিকানা, শ্রোতাক্লাবের কার্যক্রম ও আলোচনা সম্পর্কে লিখা থাকবে। রেজিষ্টারগুলো অবশ্যই সংরক্ষণ করবেন। এছাড়াও রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার ও পীস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মুহাম্মদ আব্দুল বারী, উপজেলা ফিল্ড অফিসার সেলিম রেজা, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারি টেকনিক্যাল অফিসার শাহরিয়ার হোসেনসহ শ্রোতাক্লাবের অন্যান্যরা উপস্তিত ছিলেন।