রাস্তার তৈরির জন্য ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

78

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোলঘর সংলগ্ন এলাকা হতে শেখ হাসিনা সেতু পর্যন্ত রাস্তা তৈরি করার জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা ভূমির চেক ভূমিমালিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
আজ বিকেলে পৌর এলাকার ১৩নং ওয়ার্ডের টোলঘর সংলগ্ন মিলুর চাতালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁওয়ের নির্দেশনায় এসব চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হক উপস্থিত ছিলেন।
আজ দ্বিতীয় পর্যায়ে ২২ জনকে ৪ কোটি ৫৬ লাখ টাকার চেক প্রদান করা হয়। সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হক জানান, সরকারি নিয়ম অনুয়ায়ী সকল কাগজপত্র ও বৈধ দাবিদার দেখে পরবর্তী চেকগুলো হস্তান্তর করা হবে।