রানীহাটি বাজারে মহাসড়কের উপর ভাসমান দোকানপাট উচ্ছেদ

209

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি বাজারে মহাসড়কের উপর ভাসমান দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮-০৫-২০১৯) বেলা ৩ টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহাসড়কের উপর অভৈধভাবে বসা দোকানপাট উচ্ছেদ এবং পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে ২ টি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। বিশেষ করে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণভাবে ভাসমান দোকান দেয়ায় যে কোন অপ্রতিকর ঘটনা ঘটতে পারে মর্মে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন।
এ ব্যাপারে আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভূমি) বরমান হোসেন জানান, রাস্তার উপর ভাসমান দোকান বসিয়ে যান চলাচলে বিঘ ও গণউপদ্রবকারীদের সতর্ক করা হয় এবং মহাসড়কের উপর থেকে তাৎক্ষণিক মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে যেন মহাসড়কটিতে আর এর পুনরাবৃত্তি না হয় এ জন্য আরও অভিযান পরিচালনা ও শাস্তি নিশ্চিত করা হবে।