জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

166

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। মূল প্রবন্ধ উপস্থান করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. মো. আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন এবং প্রকল্পের সার সংক্ষেপ তুলে ধরেন জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে বাল্যবিয়ে। তাই এটি বন্ধ করতে সকলকে একসাথে কাজ করতে হবে। এতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষকবৃন্দ ও এলাকার ইমামগণ। মূলপ্রবন্ধে কর্মশালার প্রধান আলোচক, উপ-পরিচালক ডা. আব্দুস সালাম জানান, প্রতিবছর বাংলাদেশে ৫ হাজার ৫শ টি মাতৃমৃত্যু হয়ে থাকে। ৮০’র দশকে যা ছিল প্রায় ২৮ হাজারের মতো। এখন অনেক কমে গেছে, বিশেষ করে এ ক্ষেত্রে ভারত, পাকিস্তানের চেয়েও আমাদের দেশে মাতৃমৃত্যুর হার অনেক কম। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।