রাতে বাড়ি থেকে পালিয়ে তাদের ‘‌প্রিয় যোগাযোগ’

82

মাঝ রাতে শহরের রাস্তায় অস্থির হয়ে অপেক্ষা করছে জুলি। ট্যাক্সি এসে নির্দিষ্ট লোকেশনে পৌঁছায়। কিন্তু জুলি যার বাসায় এসেছে তাকে ফোনে পাওয়া যায় না। এরপর মিরপুর এক মেয়েদের হোস্টেলের সামনে এসে জুলি ফোন করে তার বান্ধবী সামিয়াকে। সামিয়া জানায় এখন কোনোভাবেই তার হোস্টেলের গেট খুলবে না।

কিন্তু জুলি তো এখন বাসায় ফিরতে পারবে না। জুলি এখন কি করবে? এবার কথা বলে ট্যাক্সি চালক তরুণ রাফসান। সে জুলির কাছে জানতে চায় যে জুলি এখন কি করবে? এই পরিস্থিতিতে রাফসান জুলিকে দুটি অপশন দেয়। এক রাফসানের বাসায় যাবার এবং দুই হাসপাতালে যাবার জন্য।

জুলি মনে মনে ভাবে এই মানুষটির সাথে তার আরও আগে দেখা হতে পারতো। রাফসান মনে মনে ভাবে জুলিকে তার এতো সহজ মনে হয় কেন? এতো আপন লাগে কেন? এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় যোগাযোগ’।

এভাবে গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে হয় এক জোড়া মানব-মানবীর ‘‌প্রিয় যোগাযোগ’। ঈদুল আযহা উপলক্ষে নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটি রচনা করেছেন সেতু আরিফ। নাকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, মাসুম বাসার প্রমুখ।

নাটকটির র্নিবাহী প্রযোজক মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার।