নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তামিম

4657

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তামিম ইকবাল এবার খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। নিষেধাজ্ঞার কারণে অবশ্য প্রথম ম্যাচটি খেলতে পারেননি তিনি।

আজ মঙ্গলবার মোহামেডানের দ্বিতীয় ম্যাচেই অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নামেন তামিম। টস জিতে ব্যাট করতে নেমে বিকেএসপিতে ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। কলবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৬১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। আর ১২৩ বলে ১৫০ রান করেন। ১২৫ বলে ১৫৭ রান করে আউট হন এই ড্যাশিং ওপেনার।

লিস্ট এ ক্রিকেটে এটা তার ক্যারিয়ার সেরা ইনিংস। গেল বছর আবাহনীর হয়ে ১৪২ রানের ইনিংস খেলেছিলেন। আর জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে ওয়ানডেতে খেলেছিলেন ১৫৪ রানের ইনিংস। আজ তামিম নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। নিজেই নিজেকে ছাড়িয়ে গেলেন।

তার ১৫৭ রানের ইনিংসে ১৮টি চারের মারের পাশাপাশি ৭টি ছক্কার মারও ছিল। ৪২.৩ ওভারের মাথায় আউট না হয়ে তামিম যদি শেষ পর্যন্ত খেলার সুযোগ পেতেন তাহলে তার ইনিংসটি কোথায় গিয়ে থামত বলা মুশকিল।