রাজশাহীতে সংবাদকর্মীদের নিয়ে উইনরকের প্রশিক্ষণ

173

রাজশাহীতে মানব পাচার, নিরাপদ অভিবাসন, বাল্যবিয়ে ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর একটি হোটেলে দ্বিতীয় ধাপের এই প্রশিক্ষণের আয়োজন করে উইনরক ইন্টারন্যাশনাল।
ইউএসএইডের সহযোগিতায় বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকালে সভাপতি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ডিরেক্টর এইচ এম নজরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, রাজশাহীর সচেতনের নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুল আলম। প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার সংবাদকর্মীরা অংশ নেন।
প্রশিক্ষণে এইচ এম নজরুল ইসলামসহ উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার সাজিদ আহমেদ ও আকিব আনোয়ার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের অ্যাডমিন অফিসার জোসেফ দাস।
সাংবাদিকতার মৌলিক ধারণা ও সংবাদ তৈরির কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া মানব পাচার, বাল্যবিয়ে ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে প্রাথমিক ধারণা এবং বিভিন্ন আইনের সংক্ষিপ্ত পরিচিতি, নিরাপদ অভিবাসনের ধাপসমূহ ও গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রচারের গুরুত্ব; মানব পাচার বিষয়ে অনুসন্ধানী এবং মানব পাচারের ক্ষেত্রে সারভাইভারকেন্দ্রিক প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশ নেয়া সংবাদকর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, সংবাদকর্মীদের নিয়ে দুটি ধাপে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের প্রশিক্ষণ গত মঙ্গলবার একই স্থানে আয়োজন করা হয়েছিল।