রহনপুর রেল বন্দরে ৬ মাসে আয় ১৫ কোটি টাকা

231

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল বন্দরে চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে প্রায় ১৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্য পরিবহন করে ১৩ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৭৩৪ টাকা। এ ছাড়া যাত্রী পরিবহন করে ৮৫ লাখ ৭২ হাজার ২৭২ টাকা, মাল বুকিং করে ৭২ হাজার ২৫৬ টাকা আয় করেছে। রহনপুর রেল বন্দর এখনও পূর্ণতা না পাওয়ায় দিনদিন এ রেল বন্দর দিয়ে পন্য আমদানি-রপ্তানি কমে যাচ্ছে। বিশেষ করে ইঞ্জিন, ইয়ার্ড সংকট সহ ট্রানশিপমেন্ট সুবিধা না থাকায় আমদানি কারকরা এ পথে পন্য আমদানি কমিয়ে দিয়েছে। ভারতীয় পণ্য ভর্তি মালবাহী ট্রেন সব সময় ১ নং প্লাটফর্মে অবস্থান করায় যাত্রীদের অবস্থানের জন্য একটি নতুন প্লাটফর্ম তৈরী করা হলেও সেখানে সেড না থাকায় যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। ওভার ব্রীজ সহ নতুন প্লাটফর্মে আলোর ব্যবস্থা না থাকায় রাতে যাত্রীদের নিরাপত্তাহীনতায় ভূগতে হচ্ছে। রহনপুর রেল বন্দরের আশে-পাশে শতশত বিঘা জমি অবৈধ দখলে থাকায় রেল কর্তৃপক্ষ কোন উন্নয়ন মূলক কাজ করতে পারছেনা। এ রেল বন্দরে ইঞ্জিন, ইয়ার্ড, ট্রানশিপমেন্ট সুবিধাসহ ওয়্যারহাউস নির্মাণ করা হলে এ রুট দিয়ে আমদানি-রপ্তানি অনেকাংশে বেড়ে যাবে বলে আমদানি কারকরা জানান। রহনপুর আন্দোলন ফোরামের আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ জানান, অনলাইন টিকিটিং, স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণ সহ রাতের বেলায় রাজশাহী থেকে রহনপুর ট্রেনসহ রহনপুর থেকে সরাসরি ঢাকা ট্রেন সার্ভিস চালুর দাবী আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। এ ছাড়া রহনপুর রেল স্টেশন চত্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্ণাঙ্গ রেল বন্দরে পরিণত করা দরকার বলে তিনি জানান।