যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেষ্ঠ হলেন

234

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ইউনিয়ন ও উপজেলা পরিষদসহ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মরত বেশ কয়েকজনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হয়েছেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে কর্মরত মোসা. আয়েদা খাতুন। এবারো শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকার সনদ ও ক্রেস্ট পেয়েছেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে কর্মরত তানজিলা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নে কর্মরত ওমর ফারুক, শ্রেষ্ঠ এসএসিএমও হয়েছেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত মো. হাসানুজ্জামান, এফডব্লিউসি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সার্বিক কার্যক্রমে আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সদর উপজেরার ঝিলিম ইউনিয়ন পরিষদ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে শিবগঞ্জ উপজেলা এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সূর্যের হাসি ক্লিনিক, তিলোত্তমা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারী মোসা. জোৎসনারা খাতুন শ্রেষ্ঠ হয়েছেন। অন্যদিকে উপজেলা পর্যায়ে সুন্দরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা পারভিন খাতুন, রানীহাটি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মানিক আলী, ঝিলিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও-এম.এ খায়রুল বাশার এবং সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ ও ঝিলিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।