গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

136

দুই পাশে দুই টাইগার। হাতে লাল সবুজ পতাকা। মাঝে নাঈমুর রহমান দূর্জয়। মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন বীর বেশে। পাশে শেখ তন্ময়। হাত মেলালেন দুজন। পিছনে জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, এনামুল হক জুনিয়র। আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে দারুণ জয় তুলে নেয়ার পর এভাবেই মাঠ ছাড়ছিল বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। গতকাল বাংলাদেশের দুটি ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। কিন্তু দুই দলের খেলোয়াড় সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় একটি দল তৈরি হয় অল স্টার্স পার্লামেন্ট টিম নামে। সেই দলকে ২০ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ গিয়েছে ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপের সেমিফাইনালে। চিসউইক বার্লিংটন লেন মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ১০৯ রানে থামে অল স্টার্স পার্লামেন্ট টিম। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় ১২ রানে। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ গেল সেমিফাইনালে।