যারা চাকরির দেন দরবার করেন তারা টাকাটাই হারাবেন বলেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

188

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, যারা চাকরির জন্য টাকার বিনিময়ে বিভিন্ন জনের কাছে দেন দরবার করেন, তারা মূলত টাকাটাই হারাবেন। তিনি বলেন, ‘এখন আর টাকার বিনিময়ে কোনো চাকরি মেলে না। মেধার ভিত্তিতেই চাকরি পাওয়া সম্ভব, অন্য কোনো উপায়ে নয়।’ আজ ‘মীনা দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আপনারা যারা টাকার বিনিময়ে চাকরি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যক্তির কাছে যান, দেন-দরবার করেন, তারা টাকাটাই হারাবেন, চাকরি পাবেন না। কিছু কুচক্রি মহলের উদ্দেশ্যই থাকে ধোঁকা দিয়ে মানুষের টাকা আত্মসাৎ করা। সুতরাং তাদের কাছ থেকে সাবধান থাকবেন।’