মাশরাফির ২৫০ উইকেট প্রথম বাংলাদেশি হিসেবে

209

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার এশিয়া কাপের সুপার ফোর পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে এ অনন্য অর্জনের মালিক হন মাশরাফি। কাক্সিক্ষত মাইলফলক থেকে ২ উইকেট দূরে ছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশের অভিজ্ঞ এ পেসার। আফগানদের বিপক্ষে ম্যাচের ৩৯ ওভার পর্যন্ত উইকেটশূন্য থাকায় কাক্সিক্ষত মাইলফলকে নাম লেখানোর অপেক্ষা বাড়ে তার। তবে ম্যাচের ৪০তম ওভারে নিজের সপ্তম ওভার করতে এসে উইকেটের দেখা পান তিনি। আফগান অধিনায়ক আসগর আফগান তাকে উড়িয়ে খেলতে গেলে থার্ড ম্যানে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত প্রচেষ্ঠায় তালুবন্দী হয়ে মাঠ ছাড়লে ম্যাচে প্রথম উইকেট অর্জনের পাশাপাশি ক্যারিয়ারের ২৪৯তম উইকেট তুলে নেন তিনি। এরপর ইনিংসের ৪৪তম ওভারে দেখা মিলে বহুল প্রতীক্ষিত মুহূর্তটি। ব্যক্তিগত নবম ওভারের তৃতীয় বলে ইন-ফর্ম ব্যাটসম্যান হাশমতুল্লাহ শাহিদীকে ব্যক্তিগত ৭১ রানের সময় সরাসরি বোল্ড করে ক্যারিয়ারের অভিনব অর্জনটি তুলে নেন তিনি।