মেসি গোল পেলেও জয় পায়নি মায়ামি

101

ইনজুরি কাটিয়ে আজ রবিবার মাঠে নামেন লিওনেল মেসি। কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে মেজর লিগ সকারের ম্যাচে ফিরেই গোল পান তিনি। কিন্তু তার গোলের পরও জয় পায়নি মায়ামি। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে কলোরাডোর সঙ্গে। মায়ামির মাঠে ম্যাচের ৪৫ মিনিটে এগিয়ে যায় কলোরাডো। এ সময় পেনাল্টি থেকে তাদের রাফায়েল নাভারো গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর পরই সমতা ফেরায় মায়ামি। ৫৭ মিনিটের মাথায় বামদিক থেকে ফ্রাঙ্কো নেগ্রির বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান মেসি। ৬০ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি। এ সময় লিও আফোনসো গোল করেন। তাকে গোলে সহায়তা করেন ডেভিড রুইজ। তবে ৮৮ মিনিটে সমতা ফেরায় কলোরাডো। এ সময় কালভিন হ্যারিসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন কোল বাসেট। তাতে ২-২ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে মন্টেরির মুখোমুখি হবে মায়ামি।