মেসিহীন বার্সাকে হারিয়ে কাতালান চ্যাম্পিয়ন জিরোনা

238

লিওনেল মেসি কিংবা লুইস সুয়ারেজের কেউ ছিলেন না। ছিলেন না নিয়মিত একাদশের আরো অনেকেই। খর্বশক্তির বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা জিতেছে জিরোনা। বুধবার রাতে ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল অবশ্য বার্সেলোনাই। গোলের সুযোগও পেয়েছিল একাধিক। কিন্তু গোলের দেখা পায়নি। ৬৯ মিনিটে জিরোনার ক্রিস্টিয়ান স্তুয়ানির পেনাল্টি থেকে করা গোলই গড়ে দেয় ব্যবধান। একটা সময় স্পেনের কাতালুনিয়া অঞ্চলের সব ক্লাবগুলোকে নিয়ে কোপা কাতালুনিয়া আয়োজিত হতো। ২০১৪ সালে নিয়ম পাল্টে যায়। সেবার থেকে লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। বাকি ক্লাবগুলো লড়বে আগের টুর্নামেন্টেই। আগের তিনবারের দুবার শিরোপা জিতেছিল বার্সেলোনা। একবার শিরোপা ঘরে তুলেছিল এসপানিওল। জিরোনা প্রথমবারের মতো খেলতে নেমেই শিরোপা জিতল।