মেসির আরেকটি পালক

173

লিওনেল মেসি মানেই রেকর্ড তার পিছু ছুটতে থাকে সবসময়। মেসির সেই মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। এবার জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন স্যু। টানা ৩য় ও মোট ৬ষ্ঠবার এই খেতাব জিতলেন তিনি। পিএসজির কিলিয়ান এমবাপের চেয়ে ৩ গোল বেশি নিয়ে মেসি এই পুরস্কার জিতেন। গতকাল রাতে লিগ ওয়ানের শেষ ম্যাচে রেমিসের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। কোনো গোলের দেখা পাননি আর্জেন্টাইন সুপার স্টারের মূল প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে। তাই ৩৬ গোল নিয়ে মেসি জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন স্যু। মেসি সব মিলিয়ে ৬ বার গোল্ডেন স্যু জিতেছেন। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৪ বার গোল্ডেন স্যু জিতে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এর আগে চলতি মৌসুমেই স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কারও জিতেছেন মেসি।