মিরাজকে কৃতিত্ব দিলেন সিরিজসেরা তাইজুল

228

বল হাতে দলকে নিয়মিত ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। দুটি হাফ সেঞ্চুরি করেছেন, দুটিই অপরাজিত। শেষ টেস্টের শেষ ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তাই গোটা সিরিজে জিম্বাবুয়ের ত্রাস হয়ে থাকা সিরিজসেরা স্পিনার তাইজুল ইসলাম মিরাজের প্রশংসা না করে পারলেন না। তাইজুল সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১১ উইকেট। প্রথম ইনিংসে ১০৮ রানে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬২ রান খরচায় ৫ উইকেট। ঢাকা টেস্টেও প্রথম ইনিংসে ১০৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৯৩ রান খরচায় গুরুত্বপূর্ণ নিয়েছেন ২ উইকেট। মোট ১৮ উইকেট নিয়ে এই সিরিজে তিনিই বাংলাদেশের সেরা বোলার। একইসঙ্গে দেশের হয়ে টেস্ট উইকেট শিকারে তিন নম্বর স্থানটি অর্জন করেছেন।পুরস্কার বিতরণী মঞ্চেনিজের এমন পারফরম্যান্স নিয়ে খুশি তাইজুল মিরাজকেও কৃতিত্ব দিয়ে বলেন, ‘ভালো করলে সবসময়ই ভালো লাগে। বিশেষ করে যখন আপনি দেশের জন্য কিছু করতে পারবেন। প্রথমে উইকেট দেখে ওতটা বোলিং সহায়ক মনে হয়নি। তবে মিরপুরের উইকেট এক দুই ওভারের মধ্যেই বদলে যেতে পারে, তাই আমরা উইকেট নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তাছাড়া মিরাজের সমর্থন ছিল অসাধারণ।’