বড় জয়ে সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

184

মিরপুর টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করল মাহমুদউল্লাহর দল। বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। ১৭ বছর পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ব্যাটসম্যান ও বোলারদের দারুণ পারফরম্যান্সে স্বস্তির জয়ে সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৬ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হকের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে পাঁচশ ছাড়ানো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। পরে তাইজুল ইসলামের টানা তিন ইনিংসে পাঁচ উইকেট কীর্তি প্রথম ইনিংসে বাংলাদেশকে এনে দেয় ২১৮ রানের লিড। জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২৫ রানে ৪ উইকেট হারালেও আট বছর পর পাওয়া মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দেয় বাংলাদেশ। ব্রেন্ডন টেলরের জোড়া সেঞ্চুরির পরও মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট শিকারে বাংলাদেশ পেল বড় জয়।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ ডিক্লে.

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪

বাংলাদেশ ২য় ইনিংস: ২২৪/৬ ডিক্লে.

জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ২২৪

ফল: বাংলাদেশ ২১৮ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতা

ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম

ম্যান অব দ্য সিরিজ: তাইজুল ইসলাম।