মিম আসছেন ভালোবাসা দিবসে

200

বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার এই তারকা। এরপরের ঘটনা সবার জানা। সকলকে টপকে মিম যান শীর্ষে। লাক্সের মুকুট জেতার পর শোবিজে তার কেটে যাচ্ছে ১১ বছর। বলা যায় লম্বা সময় ধরেই কাজ করছেন মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রে।
আবারো নতুন এই বছরে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। বিশেষ করে আগামি ১লা মার্চ থেকে ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আর এ প্রতিযোগিতা শুরু হবার আগে বিভিন্ন টিভি চ্যানেলে প্রোমো হিসেবে একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। সেখানে মডেল হিসেবে কাজ করেছেন বিদ্যা সিনহা মিম। এ ছাড়া সম্প্রতি হোমটেক্স এর সঙ্গেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এসবের পাশাপাশি সাম্প্রতিক নিজের অন্য নানা বিষয় প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, সামনে তারেক শিকদারের পরিচালনায় ‘দাগ’ ছবিটি আমার মুক্তি পাবে। এ ছবির শুটিং শেষ করে ডাবিংয়ের কাজ চলছে। আর অল্প কয়েকদিন করলে এ কাজও শেষ হবে। ছবিতে আমার বিপরীতে বাপ্পি অভিনয় করেছে। আর ‘লাক্স সুপার স্টার ২০১৮’ এর বিজ্ঞাপন প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। মিম আরো বলেন, হোমটেক্স-এর নতুন বিজ্ঞাপনে অচিরেই মডেল হিসেবে কাজ করবো। আশা করি, সামনে আরো কিছু ভালো কাজ হবে। সামনে মিম ও শাকিব খানের ‘আমি নেতা হব’ নামে একটি ছবি ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ই ফেব্রুয়ারি মুক্তি পাবে। এর আগে ২০০৯ সালে শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন মিম। আর সবশেষ তার অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি গত বছর মুক্তি পায়। মুক্তি প্রতীক্ষিত মিমের ‘আমি নেতা হব’ ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। ছবিটি প্রসঙ্গে জানতে চাইলে মিম বলেন, এ ছবির কাজ ভালো হয়েছে। এরইমধ্যে ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। ভারতের প্রিয় চ্যাটার্জির লেখা এ গানে সুর করেছেন আকাশ। গেয়েছেন তৃষা চ্যাটার্জি ও আকাশ। আমার বিশ্বাস, রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প নিয়ে করা এ ছবিটি দর্শকরা পছন্দ করবেন। এদিকে ‘আমি নেতা হব’ ছবির বাইরে মিম অভিনীত ও সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিটিও সামনে মুক্তি পাবে। এ ছবিতে মিমের বিপরীতে কলকাতার অভিনেতা ওম অভিনয় করেছেন। ছবিটি সেন্সরে জমা হয়েছে। এ ছবি সম্পর্কে মিম বলেন, এতে টিভি সাংবাদিক হিসেবে আমাকে দর্শকরা দেখতে পাবেন। চরিত্রটি বেশ মজার। রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। এর সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ। এ ছবির গানগুলোও বেশ সুন্দর। এখনকার ছবির বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে জানতে চাইলে মিম বলেন, দেখুন আমাদের দেশে ভালো প্রেক্ষাগৃহের সংখ্যা খুবই কম। একসময় পুরো পরিবার মিলে হলে গিয়ে ছবি দেখার পরিবেশ ছিল। এখন তা নেই। পৃথিবীর উন্নত দেশগুলোতে তো বিভিন্ন বয়সী মানুষ সিনেমা হলে ছবি দেখতে যাচ্ছেন। আমাদের দেশে এটা চাইলে সবার আগে উন্নত সিনেমা হল তৈরি করতে হবে। কারণ সিনেমা তো বিশ্বজুড়েই বিশাল একটা মাধ্যম। খেলাধুলার মতো এর মধ্য দিয়ে একটি রাষ্ট্রের পরিচিতি গড়ে উঠতে পারে।