নারী দিবসের টেলিছবিতে ফারজানা ছবি

506

দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। ক্যারিয়ারের শুরু থেকে এই অভিনেত্রীকে কখনো গ্রামের সহজ-সরল মেয়ে, কখনো কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণী, কখনো পুলিশ কর্মকর্তা আবার কখনো অপরাধ জগতের বাসিন্দার চরিত্রে দেখা গেছে। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে এই অভিনেত্রী বরাবরই এগিয়ে। তারই ধারাবাহিকতায় আসছে নারী দিবসের ‘কানি মা’ শীর্ষক একটি টেলিছবিতেও নতুন রূপে থাকছেন তিনি। এই টেলিছবিতে তাকে পাথর চোখে দেখা যাবে। গল্পে দেখা যাবে, মায়ের অন্ধ পাথরের চোখ ছেলে হামিদের মনে সৃষ্টি করে মায়ের প্রতি  ঘৃণা, অবজ্ঞা। কিন্তু মায়ের এই পাথরের চোখই ছেলে হামিদকে দিয়েছে আলো ঝলমলে এক নতুন জীবন, যা ছিল হামিদের অজানা। আর এই অজানা গল্পের খোঁজ যখন মিললো, অভিমানী নিস্পৃহায় তখন শূন্যে হারালো মা। এমনই এক গল্প নিয়ে তরুণ নির্মাতা নুইব হাসান নির্মাণ করেছেন নারী দিবসের বিশেষ টেলিছবি ‘কানি মা’। এই টেলিছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা ছবি এবং ছেলে হামিদের চরিত্রে ফজলুর রহমান বাবু। টেলিছবিটি প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, নারী প্রধান গল্পে এর আগেও আমি বেশ কয়েক বার অভিনয় করেছি। তবে এবারের কাজটি একেবারেই ভিন্ন এক গল্পের বিস্তার ও অভিনব গেটআপের। চরিত্রের প্রয়োজনে শুটিং চলাকালীন পুরোটা সময় আমাকে একচোখ বন্ধ রেখে পাথরের চোখ লাগিয়ে শুটিং করতে হয়েছে। এই টেলিছবিতে আমার ২৫ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায় উপস্থাপিত হয়েছে। আর এ সবকিছুই আমার অভিনয় জীবনে কঠিন এক নতুন সংযোজন।
এদিকে ধারাবাহিকেও ছবি ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন চ্যানেলে তার একাধিক ধারাবাহিক প্রচার হচ্ছে। উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘মগের মল্লুক’, ‘বন্ধু বটে’ ও ‘রূপালী প্রান্তর’।