মাধ্যমিকের উপবৃত্তির আবেদন অনলাইনে করতে হবে

301

চাঁপাইনবাবগঞ্জে উপবৃত্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনলাইনে তথ্য প্রেরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। অধিক স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে উপবৃত্তির জন্য এখন থেকে মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ চাঁপাইনবগঞ্জ  পৌরসভার পিটিআই এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকসহ ১৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৗফিকুল ইসলাম। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।